Thursday, December 26, 2013

প্রেস রিলিজ

শান্তর চিকিৎসার একাংশ

(জ্যেকসনভিল, ফ্লোরিডা ২৩শে ডিসেম্বর ২০১৩) উদয়ন ফাউন্ডেশনের চ্যেয়ারমে্ন শান্তর চিকিৎসার অগ্রগতি এবং ভবিষৎ চিকিৎসা সম্পর্কে জানার জন্য সারাইনারস হাসপাতাল ফিলেডলফিয়া জান এবং শান্তর প্রথম ওকোফেশনাল থেরাপির সময়  উপস্থিত থাকেন, জনাব চৌধুরী জানান যে শান্তর প্রথম ওকোফেশনাল থেরাপি ভালো ভাবে সম্পন্ন হয়, শান্তর থেরাপি দেয়ার সময়  রোকসানা কামার এবং রেদোয়ান চৌধুরী এর সাথে উপস্থিত ছিলেন তুহিন সানজিদ, সিনিয়ার রিপোটার অব সাপ্তাহিক ঠিকানা এবং জনাব আবুল হাছান


জনাব চৌধুরী শান্তর চিকিৎসার উন্ততি সম্পর্কে জানার জন্য সকলের সাথে সমবেত হন এবং সারাইনারস হাসপাতালের ডাইরেক্টর অব স্যোসাল র্সাভিস  ডন সেপার এর সাথে মিটিং করেন, ডন সেপার উদয়ন কে জানান যে শান্তর চিকিৎসা সম্পন্ন হবে আগামী ৩১-শে জানুয়ারি, শুক্রবার ২০১৪ তে যদি কোন ধরনের চিকিৎসাধীন সমস্য না দেখা দেয়




শান্তর বাকি চিকিৎসার নিম্নউক্ত তারিখ:



- ওকোফেশনাল থেরাপি ও ফিজিকাল থেরাপি, ২-রা জানুয়ারী,  বৃহস্পতিবার, সকাল ১০টায়

- ওকোফেশনাল থেরাপি ও ফিজিকাল থেরাপি, ৩-রা জানুয়ারী,  শুক্রবার, সকাল ১০টা-১১টায়

- হাত সংযোজন, ১০-ই জানুয়ারী, শুক্রবার,  সকাল ১০টায়

- ইন-পেশেইন্ট রিহেবিলিয়েশন, ১৭-ই জানুয়ারী, শুক্রবার,



সারানাইরাস হাসপাতাল শান্তর চিকিৎসার জন্য ইন-পেশেইন্ট রিহেবিলিয়েশন সরবরাহ করবে, যার জন্য সময় লাগবে সাপ্তাহ, শান্তর চিকিৎসার সকল খরচ সহ ইন-পেশেইন্ট রিহেবিলিয়েশন চলাকালীন শান্ত হাসপাতালে থাকার যত খরচ লাগবে তা সারানাইরাস হাসপাতাল বহন করবে এছাড়াও রোকসানা কামার চাইলে শান্তর সাথে সাপ্তাহ হাসপাতালে থাকতে পারে এবং সারানাইরাস হাসপাতাল রোকসানা কামার এর সকল খরচ বহন করবে জনাব চৌধুরী সারাইনারস হাসপাতালোর এই অমূল্য সাহায্যের জন্য সারাইনারস হাসপাতালোর প্রতি কৃতঙ্গতা জানান


রেদোয়ান চৌধুরী (উদয়নের প্রতিষ্ঠাতা) জানান যে শান্তর চিকিৎসার জন্য অতিরিক্ত সাহায্যের তেমন কোন প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি ইচ্চাকৃত ভাবে শান্ত কে সহযোগিহতা করতে চায় তবে তা শান্তর ভবিষৎ উজ্জল করার কজে লাগবে। এবং সবাইকে অনুরোধ করেন যারা শান্তর জন্য প্রথম সাহায্য তোলেন তাদের মাধ্যমেই শান্তর ভবিষৎ উজ্জল করার প্রয়াস নেন। শান্তর জন্য সাহায্যের হাত বাড়াতে ভিজিট করুন  http://helpshanto.wordpress.com এবং www.Udionfoundation.org অথবা সাপ্তাহিক ঠিকানা কৃত এর ব্যংক একাউন্ট. সকল সাহায্য শান্তর ভবিষৎ উজলতার কাজে ব্যবহার করা হবে এবং বাকি টাকা কাস্টডিওআন একাউন্ট এ জমা রাখা হবে।
এছাডা বাহিরের অন্য যেকোন তথ্য অথবা সহযোগিতা যদি কেউ করে থাকে তার জন্য উদয়ন ফাউন্ডেশন এবং  HelpSantha (সিটি ইউনির্ভাসিটির ছাত্র/ছাত্রী দ্বারা পারিচালিত) কোন ভাবে দায়ি থাকবেনা


উদয়ন ফাউন্ডেশন এর শুভাকাঙ্খি জনাব ডা. আবু সিদ্দিকি গত ২২-শে ডিসেম্বর ২০১৩ শান্তর চিকিৎসার সাথে জড়িত সকল সদস্যকে তার বাসায় আমন্ত্রন জানান এবং সকলের সাথে আলোচনা করেন কিভাবে শান্তর ভবিষৎ এবং তার পরোবর্তি চিকিৎসা সম্পন্ন করা যায়। আলোচনায়  উপস্থিত থাকেন রোকসানা কামার, মিথিলা চৌধুরী, নাজমি চৌধুরী, আনোয়ার হোসাইন (HelpSantha এর সহযোগি), আবু হাসান, আলাউদ্দিন পাটোয়ারী (Former Councilmen Santhas former home owner), তারেক আহমেদ (প্রেসিডেন্ট বাংলাদেশ এসোসিয়েশেন অব দেলোয়র ভেলি), তুহিন সানজিদ (সিনিয়ার রিপোটার অব সাপ্তাহিক ঠিকানা) এবং রেদোয়রন চৌধুরী (সিইও অব উদয়ন ফাউন্ডেশন)



উদয়নের প্রতিষ্ঠাতা রেদোয়ান চৌধুরী,  সবাইকে অনুরোধ করেনে উনার সাথে একততা প্রকাশ করে শান্তর চিকিৎসার শেষ দিন (শুক্রবার, ৩১-শে জানুয়ারী ২০১৪) সবাইকে উপস্থিত থেকে শান্ত এবং রোকসানা কামার এর কষ্টের সাফল্য কে হাসি মুখে বরন করার জন্য এবং উনাদের কে বাংলাদেশ এর পথে বিদায় জানানোর জন্য তিনি রোকসানা কামার এর এই উদারতা কে শ্রদ্বা করে বলেন পৃথিবিতে উনাদের মতো মানুষ আছে বলে আমরা সিভিল সোসাইটি উৎসাহ পাচ্ছি এবং পাবো তিনি কৃতঙ্গতা জানান সাবইকে যারা শান্তর চিকিৎসার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন  যারা বিভিন্ন ভাবে শান্তর জন্য সাহায্য করেছেন তাদের মধ্যে উল্যেখিত সিটি ইউনির্ভাসিটির ছাত্র/ছাত্রী মিতিলা চৌধুরী, নাজমি চৌধুরী, আনোয়ার হোসাইন সুমন, ডা. আবু সিদ্দিকি, রোকসানা বেগম এছাডা বাংলাদেশ এবং ইউ, এস, এনটিভি,  সাপ্তাহিক ঠিকানা এবং অন্যান মিডিয়া শান্তকে সাহায্যের জন্য বিশেষ ভূমিকা রাখেন



এছাডা কেউ যদি শান্তর জন্য সাহায্যের হাত বাড়াতে চান অথবা শান্তর চিকিৎসা সম্পর্কে জানতে চান অনুগ্রহ করে  সরাসরি যোগাযোগ করুন  +1-347-70-UDiON or info@udionfoundation.org. Or Udion blog: www.udionfoundation.blogspot.com or http://helpshanto.wordpress.com

                                                                                                           


***উদয়ন ডেস্ক রির্পোট***


No comments:

Post a Comment